
Oplus_131074
আর অল্প কয়েকদিন পরই বর্ষার মরশুম শুরু হতে চলেছে। বর্ষার জলযন্ত্রণা থেকে শহরবাসীকে রক্ষা করতে কৈলাসহর পুর পরিষদ নিকাশী ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ড্রেন পরিষ্কার কর্মসূচিতে। আর এই কাজের সরাসরি তদারকি করছেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।
আজ সকালে তিনি পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ড্রেন পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি নির্দেশ দেন যে, “ড্রেন পরিষ্কারের কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। বর্ষার জল জমে যাতে শহরবাসীকে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই আমরা আগেভাগেই এই কাজ শুরু করেছি।”
চেয়ারপার্সন চপলা দেবরায় আরও বলেন, “প্রতি বছর বর্ষাকালে জল জমে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। তাই এবার আমরা আগে থেকেই সমস্ত নালা-নর্দমা পরিষ্কার করার নির্দেশ দিয়েছি। পুর পরিষদের পক্ষ থেকে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের বলা হয়েছে, তাঁরা যেন তাঁদের এলাকাগুলিতে সরাসরি নজরদারি চালান।”
তিনি আরও জানান,“শুধু পুর পরিষদের কর্মীরাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে, যাতে কেউ ড্রেনে আবর্জনা না ফেলে। সকলের সহযোগিতাতেই শহরের নিকাশী ব্যবস্থা উন্নত রাখা সম্ভব।”
চেয়ারপার্সনের এই উদ্যোগে সাধারণ নাগরিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে, বর্ষার সময় সত্যিই এই নিকাশী ব্যবস্থা কার্যকর থাকে কি না, সেটাই এখন দেখার বিষয়।