
দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,বিশ্ববিখ্যাত তবলাশিল্পী পদ্মবিভূষণ ওস্তাদ জাকির হোসেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের সংগীতপ্রেমীরা শোকস্তব্ধ। শিল্প-সংস্কৃতির আঙ্গিনায় এই মহান শিল্পীর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।
ওস্তাদ জাকির হোসেন ভারতীয় ধ্রুপদী সংগীত ও তবলাশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি দিয়েছিলেন। তাঁর তুলনাহীন দক্ষতা, সুরের নান্দনিকতা এবং তাল-লয়ের প্রতি নিবেদন তাঁকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এক জীবন্ত কিংবদন্তি করে তুলেছিল। তাঁর প্রতিভা শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
উনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ঈশ্বরের নিকট উনার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে, দেশের অগণিত ভক্ত ও অনুরাগীরাও শোকপ্রকাশ করেছেন।
উস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে সংগীত জগৎ হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে। তাঁর অনুপস্থিতি ভারতীয় সংগীত জগতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে। তবে তাঁর সৃষ্টিকর্ম এবং অবদান চিরকাল সংগীত জগতকে আলোকিত করে যাবে।