
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কৈলাসহর জেলা ও দায়রা আদালত সোমবার মিয়ানমারের তিন নাগরিককে দুই বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
ঘটনার সূত্রপাত ৪ এপ্রিল ২০২৪-এ, যখন কৈলাসহর থানার এএসআই নিহার চিসিম মোবাইল ডিউটির সময় পাইতুর বাজারের নতুন মোটর স্ট্যান্ডে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন। তাদের মধ্যে একজন নাবালক ও একজন নাবালিকা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা পাঁচ-ছয় বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস শুরু করে এবং সেই দিন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের পরিকল্পনা ছিল প্রথমে হায়দ্রাবাদ এবং পরে জম্মু-কাশ্মীর যাওয়া।
নিহার চিসিম তাদের থানায় নিয়ে যান এবং স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেন। পরে কৈলাসহর থানার পুলিশ মামলাটি রেজিস্টার করে যার মামলা নম্বর কৈলাসহর পিস/৩২/২০২৪। তদন্তকারী অফিসার এসআই উজ্জ্বল চৌধুরী এক মাসের মধ্যে চার্জশিট দাখিল করেন এবং সরকার পক্ষ থেকে পাঁচজন সাক্ষী উপস্থাপন করা হয়।
১৭ই মার্চ ২০২৫ সোমবার বিচারক সুদীপ্তা চৌধুরী অভিযুক্ত আলিম উদ্দিন (৫২), ছানু আরা (৩৫) ও আব্দুল শুকুর (১৯)-কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। নাবালক ও নাবালিকার বিচার পৃথকভাবে জুভেনাইল কোর্টে চলছে, এবং তারা বর্তমানে সরকারি হোমে রয়েছে। মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পিপি কঙ্কন দেবত্রাতা।
এই ঘটনার মাধ্যমে সীমান্ত সুরক্ষার চ্যালেঞ্জ আরও স্পষ্ট হয়েছে। প্রশাসনের মতে, অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত নজরদারি আরও জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।