
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাসহর ধলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েতের অরবিন্দ নগর কলোনিতে নেশা সংক্রান্ত এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সুফিয়ান আলী নামের এক যুবকের বাড়িতে নিয়মিত নেশার আসর বসে। সম্প্রতি ওই বাড়িতে নেশা করতে গিয়ে ছয় যুবক নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে রক্তাক্ত হয়। চিৎকার চেঁচামেচি শোনার সাথে সাথে এলাকাবাসীরা গিয়ে হস্তক্ষেপ করলে চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজন যুবক এবং ব্যাটারি চালিত অটোর ড্রাইভার ধরা পড়ে। স্থানীয়রা ইরানি থানায় খবর দিলে ইরানি থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে ইরানি থানার পুলিশ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সুফিয়ান আলীর বাড়ি নেশাগ্রস্ত যুবকদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করছে।
স্থানীয় বাসিন্দারা বলেন,নেশার কুপ্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, বরং এ ধরনের আসর স্থায়ীভাবে বন্ধ করতে হবে। নিয়মিত পুলিশি টহল, সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি এবং সমাজ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সুস্থ সমাজ গঠনের জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব নিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ একসঙ্গে কাজ করলে তরুণ প্রজন্মকে নেশার অন্ধকার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রশাসন যদি সময়মতো কঠোর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে।