
প্রতিনিধি শুভঙ্কর দাস
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
শনিবার সকালবেলায় কৈলাশহরের ছিন্নমস্তা কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। বর্তমানে তিনি কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাগর শুক্লদাস নামে এক যুবক নিজের মোটরসাইকেল নিয়ে কৈলাশহরের কামরাঙ্গাবাড়ি থেকে জলাই এলাকায় নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। ছিন্নমস্তা কালীবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা TR021773 নম্বরের একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে সাগর শুক্লদাস ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। ধাক্কা মারার পরপরই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ দুর্ঘটনার ফলে সাগর শুক্লদাসের একটি পা ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক কর্মীরা আহত যুবককে উদ্ধার করে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত যুবকের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি, সাগর শুক্লদাসের দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দোষী গাড়িটির সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।