প্রতিনিধি নিজস্ব,কৈলাসহর
আজ ২৩শে জানুয়ারী গোটা ভারতবর্ষের সাথে আমাদের এই প্রান্তিক শহর কৈলাসহরের সুপরিচিত ঐতিহ্যবাহী নেতাজী বিদ্যাপীঠ ইংরেজী মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভারত মায়ের সুযোগ্য ও বীর সন্তান তথা ভারতের স্বাধীনতা প্রাপ্তির মূল কান্ডারী
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় । স্কুল প্রাঙ্গণে নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত দত্ত । উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ অন্যান্য অধিকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ । এরপর শহরের রাজপথ কাঁপিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুলের কচি কাঁচা থেকে শুরু করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সদ্য গড়ে ওঠা নেতাজি বিদ্যাপীঠ এল্যুমনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সদস্যাবৃন্দ ও অভিভাবকরা ব্যপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন । এল্যুমনাই এসোসিয়েশন তৈরি হবার পর এ বছর প্রথমবার প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দরা সাইবার সিকিউরিটির উপর একটি থিম পরিবেশন করে শোভাযাত্রায় এক অনন্য মাত্রা যোগ করে ।