
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ত্রিপুরার ঊনকোটি জেলার ছোট্ট চন্ডীপুর গ্রামের আকাশে এক নতুন তারা জ্বলজ্বল করছে। সানভি দাস, মাত্র সাড়ে তিন বছরের শিশু, তার অসাধারণ প্রতিভার মাধ্যমে শুধু নিজের গ্রাম নয়, গোটা রাজ্য এবং দেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরেছে।
কৈলাশহর মহকুমা শাসক অফিসের করণিক সুস্মিতা দাস ও কুমারঘাট খাদ্য দপ্তরের ইন্সপেক্টর সুব্রত দাসের সুযোগ্য কন্যা সানভি এখনও স্কুলে পা রাখেনি। ঘরে বসেই মায়ের কাছে অক্ষরজ্ঞান শুরু করা এই শিশুটি তার প্রতিভার দীপ্তিতে আজ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে।
মাত্র ৩৮ সেকেন্ডে ভারতের সবকটি রাজ্যের রাজধানীর নাম নিখুঁতভাবে বলার মাধ্যমে সানভি “ওয়ার্ল্ড রেকর্ড বুক”-এ স্থান করে নিয়েছে। প্রিস্কুল লেভেল ক্যাটাগরিতে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার জন্য সানভির উত্তরসহ ভিডিও পাঠানো হয়। পরবর্তীতে, রেকর্ড বুক দপ্তর সানভির এই অসাধারণ দক্ষতাকে স্বীকৃতি জানিয়ে তার নাম আন্তর্জাতিক রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করে।
ওয়ার্ল্ড রেকর্ড বুক দপ্তর থেকে পাঠানো মেডেল ও সনদপত্র চন্ডীপুরের এই ছোট্ট বাড়িতে এসে পৌঁছায় গতখাল। সানভির বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের গর্ব ও আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সানভির এই সাফল্য যেন ছোট্ট চন্ডীপুর গ্রামের মাটিতে এক নতুন ইতিহাস লিখে গেল।
সানভির এই অকালপক্ব প্রতিভা শুধু তার পরিবারের নয়, গোটা দেশের গর্ব। এই সাফল্যের গল্প চন্ডীপুর গ্রামের প্রতিটি শিশুর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।