প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিক্ষা দপ্তর ও কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় ৫৪তম পূর্ণরাজ্য দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে ২১শে জানুয়ারি, মঙ্গলবার, একটি বর্ণাঢ্য র্যালির করা হয়, যা কৈলাসহরের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালিটি পিএমশ্রী রাধাকিশোর ইনস্টিটিউশন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রে গিয়ে সমাপ্ত হয়।
র্যালি শেষে ঊনকোটি কলাক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের মনোনিত কাউন্সিলর দীপক রঞ্জন পাল এবং প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি বেনীমাধব চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা বিশ্বজিৎ দেব,পিএমশ্রী রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নিতিশ বিশ্বাস এবং রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ওএসডি বেনীমাধব চক্রবর্তী।
বেনীমাধব চক্রবর্তী তার ভাষণে বলেন, “১৯৭২ সালের ২১শে জানুয়ারি ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। এই দিনটি রাজ্যের ইতিহাসে এক গর্বের অধ্যায়, কারণ এটি ত্রিপুরার জনগণের নিজস্ব সাংবিধানিক অধিকার, প্রশাসনিক কাঠামো এবং উন্নয়নের প্রতীক।”
উদ্বোধক দীপক রঞ্জন পাল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “রাজ্যের অগ্রগতির স্বপ্ন বাস্তবায়নের জন্য শৃঙ্খলা ও অধ্যাবসায় অপরিহার্য। ছাত্র-ছাত্রীদের ধৈর্য ধরে শিক্ষায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্যতায় রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বাকপটুতা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা তাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির এক অনন্য সুযোগ প্রদান করে।
৫৪তম পূর্ণরাজ্য দিবস উদযাপন শুধু ঐতিহ্য ও ইতিহাসের প্রতিফলন নয়, এটি রাজ্যের ঐক্য, সংস্কৃতি এবং অগ্রগতির মেলবন্ধনের এক উজ্জ্বল উদাহরণ। এই আয়োজন প্রত্যেক অংশগ্রহণকারী এবং দর্শকদের মধ্যে রাজ্যের প্রতি গর্ব এবং দায়িত্ববোধ জাগ্রত করবে বলে মনে করেন জেলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।