৬৮ তম স্কুল স্পোর্টস জুডো আন্ডার ১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে। ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে এই আসরের উদ্ভধন হবে। আসরে মোট ২৭টি রাজ্যের ৩১ টি স্কুল ও অন্যান্য সংস্থা অংশ গ্রহন করবে। বুধবার এনএসআরসিসিতে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।
রাজ্যে গত ছয় বছরে ক্রিড়া ক্ষেত্রে পরিকাঠামোগত দিক দিয়ে ব্যপক পরিবর্তন এসেছে। রাজ্যে বর্তমানে ৬টি সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি হয়েছে। আরও ১০ টি প্রাকৃতিক ঘাশের মাঠ প্রায় শেষ পর্যায়ে। পানিসাগরে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে। বাধারঘাটে আন্তর্জাতিক মানের হকি গ্রাউন্ড তৈরি হচ্ছে, সাথে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ, প্রাকৃতিক ঘাশের মাঠ একসাথে কাজ চলছে। খেলোয়াড়দের আর্থিক উন্নয়নেও গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে যারাই বিভিন্ন খেলাধুলায় স্বর্নপদক জয়ী হচ্ছেন তাদেরকে ১লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিচ্ছে সরকার। বুধবার এনএসআরসিসিতে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এদিন তিনি জানান, এবছর ৬৮ তম স্কুল স্পোর্টস আন্ডার ১৭ মেয়েদের জুডো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে এই আসরের সুচনা হবে। আসরে দেশের ২৭ টি রাজ্যের স্কুল ও অন্যান্য ৪ টি সংস্থা মিলে মোট ৩১ টি গ্রুপ অংশ গ্রহন করবে। সমস্ত দলের সাথে কোচ ও টিম ম্যানেজার মিলে প্রায় ৩৫০ জন প্রতিনিধি আসছেন। ইতিমধ্যেই বেশ কিছু দল রাজ্যে পৌছে গেছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে ক্রীড়া দপ্তর। এই আসরে রাজ্যের মেয়েরা ভালো ফলা ফল করবে বলে আশা ব্যাক্ত করেন মন্ত্রী টিংকু রায়। তিনি জানান এর আগে ৬৫/৬৬/৬৭ তম মেয়েদের জুডো খেলায় রাজ্যের খেলোয়াড়রা ব্রোঞ্জ, গোল্ড ও একাধিকবার সিলভার পদক জয় করেছে। মন্ত্রী এদিন আরো বলেন শুধুমাত্র জুডো নয় সমস্ত ধরনের খেলাধুলায় রাজ্য ভালো ফলাফল করছে। দপ্তর খেলোয়ারদের জাতীয় স্থরে নিয়ে যেতে গুরুত্ব দিয়ে কাজ করছে। এছাড়া রাজ্যে প্রায় তিন শতাধিক শারীর শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করেছে মন্ত্রী সভা। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কন্ট্রাকচোয়াল ভিত্তিতেও কিছু কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের পিরীক্ষাও গ্রহন করা হয়েছে, সহসাই নিয়োগপত্র পাবেন তারা। যুব আবাসের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে বর্তমানে তিন শতাধিক খেলোয়ার থাকার মত ব্যবস্থা রয়েছ শুধুমাত্র যুব আবাস গুলিতে। আরো কিছু যুব আবাস নির্মান করা হচ্ছে। আমবাসায় আধুনিক মানের যুব আবাস হয়েছে। কৈলাসহর, উদয়পুর সহ রাজ্যের বেশ কিছু জায়গায় কাজ চলছে যুব আবাসের। মন্ত্রী এদিন আন্ডার ১৭টিন মেয়েদের জুডো আসরের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন, সেইসাথে রাজ্যের মেয়েদের এই আসরের জন্য শুভেচ্ছা জানান তিনি।
প্রতিনিধি নিজস্ব
আগরতলা,পশ্চিম ত্রিপুরা