কুমারঘাট,বিকাশ কাপালি,৭ জানুয়ারি, মঙ্গলবার, কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে সংস্থার ৬৫তম বাৎসরিক সাধারণ সভা ও ৬৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমারঘাট কোপারেটিভ এর কনফারেন্স হলে।
দিনটি শুরু হয় কোপারেটিভের অফিস কমপ্লেক্সে সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাৎসরিক সভার কার্যক্রম শুরু হয়।
সভায় কুমারঘাট কোপারেটিভের ম্যানেজার দীপক রঞ্জন দেব স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি কোপারেটিভের বিগত দিনের কার্যক্রম ও বর্তমান সময়ে সমবায় দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্প এবং সেগুলির সফলতার হিসাব তুলে ধরেন। তিনি সংস্থার ভবিষ্যৎ উন্নয়ন কামনা করেন এবং সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, কুমারঘাট পৌরপরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য শুভেন্দু দাস, বোর্ড সদস্য মলয় দত্ত, সমাজসেবী কার্তিক দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর এবং বিভিন্ন প্রেক্স ও ল্যাম্পসের প্রতিনিধিরা।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা সমবায় দপ্তরের মাধ্যমে কিভাবে আরও বেশি মানুষের রোজগারের সুযোগ তৈরি করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন।
এদিনের সভায় কোপারেটিভ সোসাইটির সামগ্রিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সমবায় আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা পুনর্ব্যক্ত করার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল।