দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া নিরাপত্তারক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগ আমাদের জাতিকে সর্বদা অনুপ্রাণিত করবে।
শ্রদ্ধা নিবেদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, “২০০১ সালের এই দিনটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য শহীদ হওয়া সাহসী নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। তাদের বীরত্ব ও দেশপ্রেম চিরস্মরণীয়।”
প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২০০১ সালের এই নৃশংস হামলায় পাঁচজন পুলিশ সদস্য, একজন সংসদীয় নিরাপত্তা কর্মী এবং একজন মালি প্রাণ হারান। তাদের সাহসিকতায় সেদিন সংসদ ভবন এবং গণতন্ত্র রক্ষা পেয়েছিল।
এই দিনটি ভারতীয় জাতির জন্য স্মরণীয় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।