দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি তাদের বহু প্রতীক্ষিত স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানি বাহিনীর ৯ মাসের দমন-পীড়নের অবসান ঘটে এই দিনে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে।
১৯৭১ সালের মার্চে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ছিল বাঙালির স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই। গণহত্যা ও দমননীতির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধারা। এর সঙ্গে ভারতও সক্রিয়ভাবে সহযোগিতা করে, বিশেষত ৩ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর।
১৬ ডিসেম্বর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের মাধ্যমে পূর্ব পাকিস্তান হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশ। প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল, যা সামরিক ইতিহাসের অন্যতম বৃহৎ আত্মসমর্পণ।
এই দিনটি শুধু স্বাধীনতার অর্জন নয়, এটি বাঙালির দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের এক মাইলফলক। বাংলাদেশের বিজয়ের মাধ্যমে বিশ্বে একটি নতুন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে।
১৬ ডিসেম্বর স্বাধীনতার মূল্য ও জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি প্রতিটি বাঙালির গর্ব এবং স্মরণীয় এক অধ্যায়।