কাঁকড়াবন,প্রতিনিধি অনুপম পাল,কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীতেন্দ্র মজুমদারের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী কবিগান ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় রাজ্যের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের অংশগ্রহণে এক অনন্য মাত্রা পায়।
সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যকে উদযাপন করতে এই আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বহু ধর্মপ্রাণ মানুষ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি গায়ক ও বিধায়ক অসীম সরকার। তার সুমধুর কন্ঠে পরিবেশিত বিশেষ কবিগান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন, “সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী এই ধরনের আয়োজন আমাদের সংস্কৃতিকে জীবন্ত রাখে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে।”
অনুষ্ঠানের উদ্যোক্তা জীতেন্দ্র মজুমদার জানান, “এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আগামী বছরও এই ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকরা একদিকে যেমন কবিগানের সুরেলা পরিবেশনা উপভোগ করেন, তেমনি ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মিক শান্তি লাভ করেন।