
কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল,গতকাল সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এবারে মন্ডল সভাপতিদের নির্বাচনে যুব নেতৃত্বের উপর বিশেষ জোর দিয়েছে দল। বেশিরভাগ মন্ডলে ৩৫ থেকে ৪৫ বছর বয়সী যুবদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
কৈলাসহর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংঘ পরিবারের ঘনিষ্ঠ প্রীতম ঘোষ। দায়িত্বগ্রহণের পর আজ সকালে প্রীতম ঘোষ রাজনৈতিক শিষ্টাচার প্রদর্শন করে রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়ের চন্ডীপুরের বাসভবনে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ডল সভাপতি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী টিংকু রায় প্রীতম ঘোষকে তার নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রীতম ঘোষ আশাব্যক্ত করেছেন যে, আগামী দিনে সকল স্তরের কর্মীদের সহযোগিতায় শক্তিশালী সংগঠন তৈরি করা হবে। তিনি সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন।
এই উদ্যোগে স্থানীয় স্তরের রাজনীতিতে যুব নেতৃত্বের কার্যকরী ভূমিকা ও শক্তিশালী সংগঠনের প্রেক্ষাপট উঠে আসবে বলে মনে করা হচ্ছে।