প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ভারতীয় সংবিধানের ৭৫ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে চণ্ডীপুর মণ্ডলে সংবিধান গৌরব অভিযানের প্রথম দিনের কর্মশালা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, ও অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালায় ভারতের সংবিধানের ইতিহাস, তার মূল চেতনা, এবং গণতন্ত্রের প্রতি জনগণের দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংবিধানকে সম্মান জানিয়ে তার যথাযথ প্রয়োগের গুরুত্বের উপর জোর দেন বক্তারা।
বক্তব্যে পিন্টু ঘোষ বলেন, “ভারতীয় সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি আমাদের জাতির মূল্যবোধ ও ঐক্যের প্রতীক। এই অভিযানের মাধ্যমে আমরা সংবিধানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।” বিমল কর তাঁর বক্তব্যে সংবিধান রচয়িতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “এই সংবিধান আমাদের দেশকে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তিতে দাঁড় করিয়েছে। এর আদর্শ রক্ষা করা আমাদের দায়িত্ব।”
এই কর্মশালায় স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচনা, মতামত বিনিময় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।
আগামী দিনগুলোতে সংবিধান গৌরব অভিযানের আওতায় আরও কর্মসূচি ও প্রচার কার্যক্রম চালানো হবে জানান দলীয় নেতৃত্বরা।