
আগামী ১৪ই ডিসেম্বর রাজ্যে আসছেন দেশের বিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। রাজ্যের পর্যটন প্রচারের উদ্দেশ্যে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান রাজ্যের পর্যটন ও তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান, অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালের সুরের মাধুর্যে মোহিত হবে রাজ্যের মানুষ। এই অনুষ্ঠান পর্যটনের প্রচারক হিসেবে একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অনুষ্ঠানের জন্য দর্শকদের বিনামূল্যে পাস প্রদান করা হবে। কোনো ধরনের অর্থের বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে না।
মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সকল নিরাপত্তার বিষয়েও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “রাজ্যবাসী এবং পর্যটকদের জন্য এটি একটি স্মরণীয় দিন হবে। শ্রেয়া ঘোষালের মতো গুণী শিল্পীর উপস্থিতি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে।”
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা