
কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখার উদ্যোগে ২৬ ও ২৭ ডিসেম্বর দক্ষিণ বিলাসপুর এলাকায় ৭ম বর্ষীয় মহারুদ্রযজ্ঞ, দীক্ষা, উপনয়ন কর্মসূচি এবং ধর্মসভার আয়োজন করা হয়। এই দুই দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
২৬ ডিসেম্বর বিকেল ৪টায় মহাদেবের বিগ্রহ সহ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সন্ধ্যায় শিবগীতা পাঠ এবং ভক্তি গীতির আসর অনুষ্ঠিত হয়। অধিবাস পূজা দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
২৭ ডিসেম্বর মহারুদ্রযজ্ঞের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ যোগীগুরু মহন্ত শিবনাথজী মহারাজ। সকালে বাইক রেলির মাধ্যমে তাঁকে সংবর্ধনা জানানো হয়। পরে মহারুদ্রযজ্ঞের সমাপ্তিতে ধর্মসভায় শিবনাথজী মহারাজ তাঁর প্রবচনে নাথ ধর্মের উৎপত্তি, বিস্তৃতি, এবং নাথ সম্প্রদায়ের সামাজিক অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি নাথ ধর্মের ঐতিহ্য পুনরুজ্জীবনের জন্য সংগঠনের প্রচেষ্টাকে বিশেষভাবে প্রশংসা করেন।
শিবনাথজী মহারাজ ১৯৮১ সালে প্রথমবার ত্রিপুরার আগরতলায় আসেন। সেই সময় থেকেই উত্তর-পূর্বাঞ্চলে নাথ ধর্মের পুনর্জাগরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যে নাথ ধর্মের বিস্তারে তাঁর অক্লান্ত পরিশ্রম আজ বাস্তবায়িত হচ্ছে। নাথ ধর্মাবলম্বীদের কাছে শিবনাথজী মহারাজ একটি আলোকবর্তিকা।
শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখা দীর্ঘদিন ধরে নাথ ধর্মের প্রচার ও হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করে আসছে। ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কাজেও সক্রিয় ভূমিকা পালন করছে।
এ ধরনের আয়োজন নাথ ধর্মের ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে মত প্রকাশ করেন ভক্তরা।