ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,রাজধানী দিল্লিতে সদ্যসমাপ্ত ভারতীয় দলিত সাহিত্য অ্যাকাডেমির ৪০তম জাতীয় সম্মেলনে শিলচরের পাঁচজন বিশিষ্ট সমাজসেবীকে সম্মানিত করা হয়েছে। দু’দিনব্যাপী এই সম্মেলনের প্রথম পর্বে তাঁদের হাতে জাতীয় স্তরের বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এই সম্মাননা তাঁদের সমাজসেবার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়েছে।
সম্মেলনে প্রদ্যুৎকুমার দাস এবং প্রীতম দাসকে ড. আম্বেদকর সেবাশ্রী জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রীতম দাস, যিনি শিলচর জলসেচ বিভাগের সবচেয়ে কম বয়সী কর্মী, সমাজসেবায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মাননা পেয়ে নিজের গর্ব এবং কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। অন্যদিকে, প্রদ্যুৎকুমার দাস তাঁর দীর্ঘসময়ের অবদানের জন্য এই সম্মান অর্জন করেন।
ড. আম্বেদকর ডিস্টিংগুইসড সার্ভিস জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করা হয় সোম্যব্রত ভট্টাচার্যকে। শিলচরের সমাজসেবার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। এই সম্মানে তাঁকে আরও দায়িত্বশীল হতে উৎসাহ জুগিয়েছে বলে তিনি জানিয়েছেন।
শিলচরের মোনালী ভট্টাচার্যকে সম্মান জানানো হয় বীরাঙ্গনা সাবিত্রী বাই ফুলে ফেলোশিপ দিয়ে। নারীশিক্ষা এবং নারীর ক্ষমতায়নে তাঁর নিরলস প্রচেষ্টার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রাণেশ দাসকেও জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে, যা শিলচরের জন্য গর্বের বিষয়।
পুরস্কার প্রাপ্ত পাঁচজনই নিজেদের অনুভূতিতে শিলচরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই সম্মান শিলচরের মানুষের প্রতি উৎসর্গীকৃত, যাঁদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না।
ভারতীয় দলিত সাহিত্য অ্যাকাডেমি এই উদ্যোগের মাধ্যমে সমাজসেবায় নিয়োজিত ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের আরও উৎসাহিত করেছে। শিলচরের জন্য এই দিনটি গর্ব এবং ইতিহাস সৃষ্টির দিন হয়ে থাকবে।