
প্রতিনিধি অনুপম পাল,রাজ্যের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট নিয়ে তীব্র সমালোচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম)-এর প্রবীণ নেতা মানিক সরকার। এক বক্তব্যে তিনি বলেন, “এখন শুধু বক্তৃতা, বিজ্ঞাপন আর মন্ত্রীদের মুখ দেখা যাচ্ছে। অথচ মানুষের মধ্যে খাবার নেই। অনাহারে মানুষ সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে। অনেকেই রাজ্য ছেড়ে বাইরে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, আর তাঁদের মৃতদেহ পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।”
মানিক সরকারের মতে, রাজ্যে এক গভীর সংকট চলছে। তিনি অভিযোগ করেন, সরকারের অক্ষমতার কারণে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি আরও বলেন, “যখন রাজ্যের মানুষ অনাহার ও কর্মসংস্থানের অভাবে ভুগছে, তখন রাজ্যের শাসকরা আগরতলায় আরামে দিন কাটাচ্ছে।”
এই মন্তব্যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মানিক সরকার মানুষের প্রতি অসংবেদনশীলতার অভিযোগ আনেন। তাঁর ভাষায়, বর্তমান সরকার শুধু বিজ্ঞাপন এবং বক্তৃতার মাধ্যমে নিজেদের কার্যক্রম প্রচার করছে, অথচ বাস্তব পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।