
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল। কৈলাসহর
কার্গিল যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঊনকোটি জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ মশাল মিছিল। রবিবার সন্ধ্যায় পাইতুরবাজারস্থ বিজেপি জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পুর পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, প্রদেশ যুব মোর্চার নেতা অমিত কুমার সাহা সহ বহু কর্মী-সমর্থক। হাতে মশাল ও মুখে দেশাত্মবোধক শ্লোগান—সব মিলিয়ে এক উজ্জ্বল দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে গোটা শহরে।
জেলা সভাপতি বিমল কর এই উপলক্ষে বলেন, “কার্গিল যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ নয়, বরং ভারতের ইতিহাসে সাহস, ত্যাগ ও দেশপ্রেমের জ্বলন্ত নিদর্শন। পাকিস্তানের কাপুরুষোচিত অনুপ্রবেশের জবাব দিয়েছিলেন আমাদের জওয়ানরা বুক চিতিয়ে। তাঁদের আত্মত্যাগের মূল্য ভারতীয় জাতি চিরকাল স্মরণ রাখবে। আজকের যুবসমাজের উচিত সেই শহীদদের আত্মবলিদান থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। বিজেপির যুব মোর্চা বরাবরই দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। এই মশাল মিছিল সেই ধারাবাহিকতারই একটি অংশ।”
উল্লেখ্য, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন বিজয়’ চালিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করে। সেই যুদ্ধে শহীদ হন ভারতের ৫০০-রও বেশি জওয়ান।
কার্গিল বিজয় দিবস উপলক্ষে ঊনকোটি জেলা যুব মোর্চার এই মিছিল নতুন প্রজন্মকে দেশমাতৃকার জন্য আত্মত্যাগের মূল্য বোঝাতে এক মূল্যবান উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে বলে মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।