আগরতলা নিজস্ব প্রতিনিধি, দীর্ঘ ১৫ বছর ধরে আগরতলা পুর নিগম এলাকায় নতুন অটো পারমিট প্রদান বন্ধ থাকলেও, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট রুটে বেআইনিভাবে পারমিট দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শহরের জিবি বাজার থেকে বনিক্য চৌমুহনী রুটের অটো চালকরা চরম অসন্তোষে বিক্ষোভে সামিল হয়েছেন।
বুধবার কুমারীটিলা বিটি কলেজ মাঠে আয়োজিত বিক্ষোভে অটো চালকরা অভিযোগ করেন, এই রুটে অন্য রুটের অটো বেআইনিভাবে পারমিট নিয়ে যাত্রী পরিবহন করছে। ফলে তাদের দৈনন্দিন আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এক চালক জানান, ইতিমধ্যে পরিবহন দপ্তরে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারেন প্রায় ২৫টি অটো এই রুটের পারমিট পেয়েছে। অথচ পুর নিগম এলাকায় নতুন পারমিট প্রদান কিংবা রুট পরিবর্তনের কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি।
চালকদের দাবি, পরিবহন দপ্তরের কিছু অসাধু আধিকারিক বেআইনিভাবে পারমিট প্রদান করছেন। এই ঘটনার ফলে পুরনো চালকদের দৈনিক রোজগার ৪০০-৫০০ টাকা থেকেও কমে গেছে। তাঁদের অভিযোগ, এই অনিয়ম এবং কর্তব্যের গাফিলতির জন্য পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীরা দায়ী।
অটো চালকরা জানিয়েছেন, আগামীকাল তারা পরিবহন দপ্তরের কমিশনারের কাছে সমস্যার সুরাহা চাইতে যাবেন। সেখানে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, মন্ত্রীর কাছে আবেদন করবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এই পরিস্থিতি নিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী চালকরা। তাদের বক্তব্য, যদি সময়মতো এই সমস্যা সমাধান না হয়, তবে রুজিরোজগারের অভাবে অনেক চালকের পরিবার আর্থিক সংকটে পড়বে।