
কৈলাসহর,প্রতিনিধি অনুপম পাল,গৌরনগর ব্লকের লাটিয়াপুরা পঞ্চায়েতে বিজেপি ও কংগ্রেস দলের প্রতি আস্থা হারিয়ে ৪৭ পরিবারের ২২৬ জন ভোটার সিপিআই(এম)-এ যোগ দিয়েছেন। শুক্রবার ইন্দ্রনগর জে বি স্কুল মাঠে অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সভায় এই দলত্যাগ কর্মসূচি সম্পন্ন হয়।
দীর্ঘ ৭ বছরের বিজেপি শাসনকালে বঞ্চনা, দুর্নীতি ও জনস্বার্থ উপেক্ষার প্রতিবাদে এই দলত্যাগ ঘটে। একইসঙ্গে কংগ্রেসের উপর হতাশা ও বিকল্প নেতৃত্বের সন্ধানে এই ভোটাররা বাম শিবিরের ছত্রছায়ায় আশ্রয় নেন।
অনুষ্ঠানে সিপিআই(এম)-এর পক্ষে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, মহকুমা সম্পাদক অঞ্জন রায়, শহর উত্তরাঞ্চলের নেতৃত্ব কয়েস মিয়া ও সইফ উদ্দিন সহ অন্যান্য নেতারা। তাঁরা বিজেপির শাসনকালের দুর্নীতি, বঞ্চনা ও অপশাসনের নানা দিক তুলে ধরে নতুন সমর্থকদের স্বাগত জানান। বক্তারা জানান, বাম শিবিরই জনগণের প্রকৃত সমস্যার সমাধান ও সুশাসন নিশ্চিত করতে পারে।
এই দলত্যাগ কর্মসূচিকে রাজনৈতিক মহল বাম সংগঠনের শক্তি বৃদ্ধির দিক হিসেবে দেখছে। সিপিআই(এম)-এর স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন যে, লাটিয়াপুরার এই ঘটনা রাজ্যে তাদের প্রভাব পুনরুদ্ধারের পথ সুগম করবে।
নতুন সমর্থকদের মতে, বাম শিবিরে যোগদান তাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, সিপিআই(এম)-এর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করা হবে।
এই দলত্যাগ কর্মসূচি রাজনীতিতে একটি নতুন বার্তা হিসেবে দেখা যাচ্ছে, যেখানে জনগণ তাঁদের প্রত্যাশা পূরণে কার্যকর নেতৃত্ব খুঁজছেন।