দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,লাটিয়াপুড়া পঞ্চায়েত এলাকায় রেগার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করায় দুই বিজেপি সমর্থক হামলার শিকার হয়েছেন। আহত অসীম নাথ ও জাহির মিয়া বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, কংগ্রেস ও সিপিআই(এম) সমর্থক মালিক মিয়া, বিপুল মালাকার এবং তৌরীদ আলীর নেতৃত্বেই এই হামলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিজেপির ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা ও অন্যান্য নেতাকর্মীরা দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেতাদের দাবি, এই হামলা রেগা প্রকল্পের দুর্নীতিকে আড়াল করার জন্য পরিকল্পিতভাবে চালানো হয়েছে।
অন্যদিকে, কংগ্রেস ও সিপিআই(এম) সমর্থকরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিজেপির চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, পঞ্চায়েতের পরিবেশ অশান্ত করতে বিজেপি এ ধরনের ঘটনা সাজাচ্ছে।
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা নিয়েছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত এলাকায় অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইরানি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এলাকাবাসীও আতঙ্কে রয়েছে, তবে প্রশাসন সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে লাটিয়াপুড়া পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে সুত্রের খবর।