
আগরতলা,নিজস্ব প্রতিনিধি
দেড়বছর আগে সমাপ্ত হওয়ার পরও ২০৮ নং জাতীয় সড়কের খোয়াই-কমলপুর রুটে লাম্বুছড়া হাই স্কুলের আগের অংশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে আছে। রাস্তার করুণ অবস্থা এতটাই ভয়াবহ যে, যাত্রীবাহী যানবাহন তো দূরের কথা, স্থানীয় লোকজনের পক্ষে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
প্রতিদিন এই রাস্তায় স্কুলগামী ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা ও জরুরি পরিষেবার যানবাহন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অথচ প্রকল্পটি শেষ হয়েছে প্রায় ১৮ মাস আগে! খোঁড়াখুঁড়ি শেষে বেহাল রাস্তাটি পুনঃসংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতা এখন জনজীবনের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। অথচ কাগজে-কলমে এই রাস্তা ‘সম্পূর্ণ হয়েছে’ বলেই দেখানো হচ্ছে। প্রশ্ন উঠেছে, তাহলে রাস্তা গেছে কোথায়? অর্থ খরচ হয়েছে কিন্তু কাজের কোনও সুফল নেই—এ যেন উন্নয়নের নামে প্রতারণা!
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে রাস্তাটি মেরামতের কাজ শুরু করে যান চলাচলের উপযোগী করে তোলা হোক। না হলে মানুষকে বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হবে।