
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
রাজ্যের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে এবং উন্নয়নের মূল স্রোতে সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলিকে জনগণকেন্দ্রিক ও জনকল্যাণমুখী পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো, ৬০ শতাংশের বেশি মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন নাগরিকদের মাসিক ভাতা বৃদ্ধি। এতদিন এই ভাতা ছিল মাসে ২০০০ টাকা, যা বাড়িয়ে মাসিক ৫০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এই পদক্ষেপকে এক যুগান্তকারী উদ্যোগ বলে অভিহিত করেছেন সমাজকর্মীরা।
এছাড়া, রাজ্য সরকার চালু করেছে ‘মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা’। এই প্রকল্পের আওতায় অন্তোদয় পরিবারের কন্যা সন্তানের বিবাহের জন্য সরকার এককালীন ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করবে। দরিদ্র পরিবারের কন্যাদের বিবাহে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ‘মুখ্যমন্ত্রী অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনা’-র সম্প্রসারণ। এতদিন অন্তোদয় পরিবারের কারো মৃত্যু হলে শেষকৃত্যের জন্য মাত্র ২০০০ টাকা অনুদান দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই আর্থিক সহায়তা একলাফে ১০ হাজার টাকা করা হয়েছে। ফলে দুঃসময়ে অন্তোদয় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে সরকার।
রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের মতে, এই সিদ্ধান্তগুলি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রিসভার এই উদ্যোগকে একদিকে যেমন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সংবেদনশীল পদক্ষেপ বলা হচ্ছে, অন্যদিকে সরকারের জনকল্যাণমুখী ভাবনার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।