
দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,ঊনকোটি জেলায় আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য ভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব। এ উপলক্ষে আজ ঊনকোটি জেলার সার্কিট হাউসের কনফারেন্স হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভার পৌরহিত্য করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা।
জানা গেছে, ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠেয় এই উৎসবে রাজ্যের কবি-সাহিত্যিকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্যাতিমান কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন। উৎসবের সূচনা হিসেবে ২৪ ডিসেম্বর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে, যা শহরের রঙিন পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে।
সভায় বিভিন্ন সাব-কমিটির কনভেনাররা অনুষ্ঠানের দিশা-নির্দেশ এবং প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। স্থান সংকুলান না হলে পার্শ্ববর্তী কুমারঘাট ও ধর্মনগরে অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের যাতায়াতের জন্য যানবাহনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
উৎসবের অংশ হিসেবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি ও সাহিত্যিকদের ঊনকোটি জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো হবে। স্থানীয় প্রশাসন এ অনুষ্ঠানকে সফল করতে তৎপর ভূমিকা পালন করছে।
সভা শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা এবং চেয়ারপার্সন চপলা দেবরায় সকলের সহযোগিতায় উৎসব সফল করার আহ্বান জানান। তারা এই অনুষ্ঠানের মাধ্যমে জেলার সাংস্কৃতিক ভাবমূর্তি সমগ্র রাজ্য এবং দেশের মধ্যে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
উৎসব উপলক্ষে ঊনকোটি জেলার জনগণের মধ্যেও উৎসাহ দেখা গেছে। প্রশাসনের উদ্যোগ এবং স্থানীয় সহযোগিতায় এই সাহিত্য উৎসব নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।