
আগরতলা নিজস্ব প্রতিনিধি,আগামী সপ্তাহ থেকে রাজ্যের ২৫টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ‘জাগো গ্রহক জাগো’, ‘সড়ক সুরক্ষা’ এবং ‘মাদক-বিরোধী’ বিষয়ে সচেতনতা কর্মসূচি শুরু হতে চলেছে। জাতীয় ভোক্তা দিবস উপলক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘোষণা করেন।
খাদ্যমন্ত্রী জানান, পরিবহন ও স্বরাষ্ট্র বিভাগের যৌথ উদ্যোগে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ, পলিটেকনিক ও অন্যান্য বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণও আয়োজিত হবে। সড়ক নিরাপত্তা কর্মসূচি জানুয়ারি মাস থেকে শুরু হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, “এই সচেতনতা কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। সরকারের লক্ষ্য গণআন্দোলন গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করা।”