দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,আজ রাধাকিশোরপুরের রাজর্ষি কলাক্ষেত্রের ২ নম্বর হলে “সংগঠন পর্ব কর্মসূচি” আয়োজন করা হয়। কর্মসূচিতে ৩১ রাধাকিশোরপুর বিজেপি মন্ডলের অন্তর্গত সকল বুথ সভাপতি, জেলা, প্রদেশ ও মন্ডল নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সাংগঠনিক বৈঠকে প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী, জেলার সংগঠন পর্ব কো-ইনচার্জ সমীর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং আগাম পরিকল্পনা নির্ধারণ।