
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুর
কোয়েল সিনহা—বয়স মাত্র ১৬। কৈলাসহরের ফুলতলী গ্রামের সরল, শান্ত পরিবেশে বেড়ে ওঠা এক মেধাবী কিশোরী। আজ জীবন-মৃত্যুর এক কঠিন সীমানায় দাঁড়িয়ে সে লড়াই করছে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে। পিতার কোল জুড়ে আসা একমাত্র মেয়েটি, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, আজ তারই চোখে জমেছে মৃত্যুভয়ে ঘন মেঘ।
তার বাবা কৃষ্ণ কান্ত সিনহা, একজন সাধারণ টিএসআর কর্মী। জীবনের সমস্ত সঞ্চয়, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা আজ কেন্দ্রীভূত হয়েছে একটাই উদ্দেশ্যে—কোয়েলের প্রাণ বাঁচানো। কিন্তু এই অসম লড়াইয়ে তাকে ঘিরে ধরেছে আর্থিক অসহায়তার কালো ছায়া। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন কোয়েলের জন্য প্রতিদিন রক্ত ও প্লেটিলেটস সরবরাহ করতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, কোয়েলের রোগ নিরাময়ের জন্য প্রয়োজন বোন-মেরো ট্রান্সপ্ল্যান্ট। দুই ধাপে এই চিকিৎসা সম্পন্ন করতে লাগবে প্রায় ২৫ লক্ষ টাকা—এক সাধারণ পরিবারের পক্ষে যা এক অলঙ্ঘ্য পর্বতের মতো।
কৃষ্ণ কান্তের কণ্ঠ আজ ভারী। তার সমস্ত সঞ্চয় ইতোমধ্যেই খরচ হয়ে গেছে আগরতলার জিবি ও হাঁপানিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে গিয়ে। এখন প্রতিটি মুহূর্ত তার কাছে যেন সময়ের বিরুদ্ধে এক দুঃসহ লড়াই। প্রতিদিন প্লেটিলেটস দেওয়ার খরচ ছয় হাজার টাকা। এ যেন এক অন্ধকার গহ্বর, যেখানে প্রতিটি দিন নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করায় এই অসহায় পিতাকে।
কোয়েল শুধু একটি নাম নয়, কোয়েল একটি স্বপ্ন—একটি পরিবারের, একটি সমাজের। এই মেয়েটি সুস্থ হয়ে আবার স্কুলে ফিরবে, বন্ধুদের সাথে হাসিখুশি সময় কাটাবে—এটাই তো তার পরিবার চায়। কিন্তু সেই স্বপ্ন যেন ক্রমেই ম্লান হয়ে আসছে আর্থিক সংকটের অমানিশায়।
দেশের প্রধানমন্ত্রী যখন বলেন, “বেটি বাঁচাও, বেটি পড়াও,” তখন আমরা কি শুধুই স্লোগান হিসেবে তা শুনব? না কি সত্যিই আমরা একত্রিত হয়ে কোয়েলের পাশে দাঁড়াব? আজ এই ছোট্ট মেয়েটি তার জীবন ফিরিয়ে আনতে আমাদের সবার সাহায্যের দিকে তাকিয়ে আছে।
কৃষ্ণ কান্ত সিনহা তার করুণ আর্তি জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, সমাজের দয়ালু মানুষ, এমনকি দেশের সাধারণ জনগণ—সবার কাছে তার একটাই আবেদন, “আমার মেয়েকে বাঁচান। তাকে একটা নতুন জীবন দিন।”
আপনার সাহায্যে বাঁচতে পারে একটি জীবন
আপনার সামান্য সহানুভূতি, আপনার ছোট্ট দান, এই পরিবারের জন্য হয়ে উঠতে পারে নতুন আশার আলো। আসুন, আমরা সকলে মিলে কোয়েলের পাশে দাঁড়াই।
বিশেষ দ্রষ্টব্যঃ কোয়েলের জীবন ফিরিয়ে দিতে তাকে সাহায্য করতে আমাদের নম্বরে ফোন করুন। আপনি/আপনার আর্থিক সাহায্যে আবার ফিরে পেতে পারে নতুন জীবন। ফোন নম্বরঃ ৯৪৩৬১৪৫৭৫৫(চ্যানেল কর্তৃপক্ষ)