
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
আগরতলার কলেজটিলাস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকাল (২৮শে জানুয়রি) প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপিত হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য্য মহোদয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর বিদ্যালয়ের ইতিহাস ও সাফল্যের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন, “এই বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং মূল্যবোধ ও নৈতিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতীক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমাদের অধ্যবসায় ও নিষ্ঠাই আগামীর সাফল্যের চাবিকাঠি।” তিনি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, “রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। আগামী দিনে এই বিদ্যালয়ের আরও উন্নতি সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সাংসদ রাজীব ভট্টাচার্য্য তাঁর ভাষণে বিদ্যালয়ের দীর্ঘ ৭০ বছরের যাত্রাকে স্মরণ করে বলেন, “এই বিদ্যালয় বহু গুণী ব্যক্তি উপহার দিয়েছে সমাজকে। শিক্ষার্থীদের উচিত এই ঐতিহ্য ধরে রাখা এবং ভবিষ্যতে দেশের জন্য গৌরব বয়ে আনা।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাঁদের স্মৃতিচারণ করেন এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।