
Oplus_131072
নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আজ থেকে ১০০ বছর আগে, ১৯২৪ সালের এই দিনে, জাতির জনক মহাত্মা গান্ধী প্রথমবার জাতীয় কংগ্রেসের সভাপতির পদ গ্রহণ করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আজ সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ সকালে আগরতলার কংগ্রেস ভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কংগ্রেস নেতৃত্ব মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর গান্ধী ঘাটে গিয়ে তাঁর শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসসহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।
ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯২৪ সালের বেলগামের অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতির পদে আসীন হন। সেই অধিবেশনে তিনি অহিংস অসহযোগ আন্দোলনকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের উপায় হিসাবে ঘোষণা করেছিলেন, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।
অনুষ্ঠানে প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মহাত্মা গান্ধী এবং ডঃ বি আর আম্বেদকর হলেন জাতির গর্ব। তাঁদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কখনোই মেনে নেওয়া হবে না। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং তাঁকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য তীব্র আন্দোলন চালিয়ে যাব।”
আগামী দিনে এ বিষয়ে কংগ্রেস বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে বলে তিনি জানান। গান্ধীজীর আদর্শকে সম্মান জানিয়ে এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে স্মরণ করে আজকের এই শতবর্ষ উদযাপন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।