
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
চা শ্রমিক রামজয় পালের অকাল মৃত্যুর পর তাঁর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিকতার নজির গড়লেন মন্ত্রী টিংকু রায়। মনু ভ্যালি চা বাগানে কাজ করার সময় চা মেশিনের দুর্ঘটনায় প্রাণ হারানো রামজয় পাল শুধু একজন শ্রমিক নন, বরং পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা এলাকায়। তবে এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মন্ত্রী টিংকু রায় দেখালেন, মানবিকতা এখনও হারিয়ে যায়নি।
আজ রামজয় পালের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ নেন মন্ত্রী টিংকু রায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনের অন্যান্য কর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির চন্ডীপুর মন্ডল কমিটির সম্পাদক পার্থ পালও। মৃত শ্রমিকের পরিবারের দুঃখ-দুর্দশার কথা শোনেন মন্ত্রী এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার কথা জেনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার বিষয়েও অবগত করা হয়। মন্ত্রী আশ্বাস দেন, রামজয় পালের পরিবারের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য প্রশাসন যথাসম্ভব সহায়তা করবে এবং তাঁদের প্রাপ্য সমস্ত সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাসে শোকগ্রস্ত পরিবার কিছুটা হলেও মানসিক স্বস্তি পেয়েছে। মহকুমা শাসকের অফিস সুত্রের খবর মৃতার পরিবার প্রায় ৯ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন। যা অল্প কিছুদিনের মধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এই মানবিক উদ্যোগে শুধুমাত্র রামজয় পালের পরিবারই নয়, পুরো এলাকা আশ্বস্ত হয়েছে যে, তাঁদের কষ্টের দিনে কেউ তাঁদের পাশে থাকবে। এমনটাই মনে করছেন বাগানের শ্রমিক অংশের মানুষ। এটি শুধু একজন শ্রমিকের পরিবারের প্রতি দায়িত্ব পালন নয়, বরং সমাজের প্রতি এক বড় বার্তা— মানবিকতা ও সহমর্মিতা এখনো টিকে আছে।