
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের অন্তর্গত আবাহন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে আজ ঊনকোটি কলাক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার শুভ সূচনা করেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও সমিতির বিশিষ্ট ব্যক্তিত্বরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, “ত্রিপুরার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে আবাহন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক। নারীদের স্বাবলম্বী করতে সরকার সর্বদা পাশে থাকবে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাঁদের সহযোগিতা প্রদান করবে।”
মন্ত্রী আরও জানান, সমবায় সমিতি শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক সংহতি ও অংশীদারিত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, “সমিতির সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রম রাজ্যের গ্রামীণ উন্নয়নে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
আবাহন মহিলা ক্লাস্টারের উদ্যোগ
সমিতির সদস্যরা বার্ষিক প্রতিবেদন পেশ করে জানান, গত এক বছরে তাঁরা কীভাবে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও ক্ষুদ্র ঋণ প্রদান করেছেন। পাশাপাশি তাঁরা স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার পরামর্শ দেন। বিশেষত, গ্রামীণ এলাকাগুলোতে স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমকে আরও সম্প্রসারণের জন্য একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভার শেষে মন্ত্রী টিংকু রায় সমিতির সদস্যদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বার্তা দেন এবং এই ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।