
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়কে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বেনামী একাউন্ট ব্যবহার করে কুৎসা প্রচারের অভিযোগ উঠেছে। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
এই ধরনের কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রীর সমর্থকরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই ধরনের অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে মন্ত্রীর সুনাম নষ্ট করার পরিকল্পনা রয়েছে।
সুত্রের খবর অনুযায়ী এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে।