দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে আজ থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সেল এক্সপো মেলা। আজ থেকে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। আজ মেলার উদ্বোধনীকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেলা কর্তৃপক্ষ ও সেন্ট্রাল রোড সোসিয়াল অর্গেনাইজেশনের সদস্যরা।
সেন্ট্রাল রোড সোসিয়াল অর্গেনাইজেশনের সম্পাদক অরুণ সাহা সাংবাদিক সম্মেলনে জানান, মন্ত্রী টিংকু রায়ের ডাকে সাড়া দিয়ে মেলা কর্তৃপক্ষ এবার কৈলাসহরে এই মেলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, তাদের সংস্থার পক্ষ থেকে ৫ জনের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যারা মেলার সুষ্ঠু পরিচালনায় মেলা কর্তৃপক্ষকে সর্বতোভাবে সহায়তা করবে। মন্ত্রীর এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
মেলার মার্কেটিং ম্যানেজার রাজ চৌধুরী জানান, সাধারণত এ ধরনের মেলা বড় শহরে আয়োজন করা হয়। তবে এবার মন্ত্রী টিংকু রায়ের আমন্ত্রণে প্রথমবারের মতো এই মেলা বৃহৎ পরিসরে কৈলাসহরে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দেশের ২০টি রাজ্যের স্টল ছাড়াও বহিঃরাজ্যের এবং আন্তর্জাতিক স্তরের ৫-১০টি স্টল অংশগ্রহণ করবে। তিনি জানান, বিদেশি স্টলগুলোতে এমন অনেক পণ্য পাওয়া যাবে, যা সাধারণত দেশের বাইরে থেকে সংগ্রহ করতে হয়।
মেলার প্রতিদিনই রাজ্য ও স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে মেলায় আগত ক্রেতারা একদিকে যেমন পণ্য কেনাকাটার সুযোগ পাবেন, তেমনই অন্যদিকে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে উঠবেন।
আজ থেকেই মেলার কার্যক্রম শুরু হলেও, আগামী ১৫ ডিসেম্বর মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে হবে গ্র্যান্ড ওপেনিং। রাজ্যবাসী এবং কৈলাসহরবাসীর সক্রিয় অংশগ্রহণ মেলাকে সফল করে তুলবে বলে আশাবাদী মেলা কর্তৃপক্ষ।
মেলার আয়োজক এবং সহযোগী সংস্থাগুলো আশা করছে, এই মেলা স্থানীয় মানুষের জন্য যেমন অর্থনৈতিক উন্নতির সুযোগ সৃষ্টি করবে, তেমনই কৈলাসহরকে আন্তর্জাতিক মানচিত্রে নতুনভাবে তুলে ধরবে। মেলায় আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।