
Oplus_131072
ভারত,প্রতিনিধি অনুপম পাল,ভারত-বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত। সাম্প্রতিক সময়ে সীমান্তে বেড়ে চলা উত্তেজনা ও বেআইনি কার্যকলাপের জেরে কেন্দ্রীয় সরকার সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে। সীমান্ত সুরক্ষাবাহিনী (BSF)-কে দেওয়া হয়েছে কড়া নির্দেশ—যে কোনো সন্দেহজনক কার্যকলাপে প্রয়োজনে গুলি চালানোর অনুমতি।
ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট। বিশেষ করে বাংলাদেশের ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর ভারতে অনুপ্রবেশের চেষ্টার তথ্য পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকার নিরাপত্তা জোরদার করেছে। সীমান্ত অঞ্চলে BSF-এর টহলদারি বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
জাতীয় তদন্ত সংস্থা (NIA) সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে একাধিক বাংলাদেশি ইসলামিক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, এই জঙ্গিরা ভারতে বেআইনি অনুপ্রবেশ করে সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে বিস্ফোরক, জাল নথি, এবং বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে।
সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকার কোনো রকম আপস করতে রাজি নয়। BSF-এর জন্য সরাসরি গুলি চালানোর নির্দেশের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কবে প্রশমিত হবে, তা এখনই বলা মুশকিল। তবে জাতীয় নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকারের এই কঠোর পদক্ষেপ দেশবাসীর মনে কিছুটা হলেও নিরাপত্তার আশ্বাস জোগাচ্ছে।