
প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর
কুমারঘাট শহরে আজ এক প্রশাসনিক অভিযানে চাঞ্চল্য ছড়ায়, যখন আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ বকেয়া রাখার অভিযোগে শহরের এক ব্যবসায়ীর সম্পত্তি সিল করে দেয়া হয়। অভিযোগ অনুযায়ী, কুমারঘাট শহরের বাসিন্দা ও ব্যবসায়ী উৎপল দাস ও তাঁর স্ত্রী বেবি দত্ত দাস মিলে প্রায় তিন বছর আগে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে এক কোটি টাকারও বেশি ঋণ গ্রহণ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে ব্যাঙ্কের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাঁরা ১২টি কিস্তি পরিশোধ করলেও পরবর্তীতে কিস্তি পরিশোধ বন্ধ হয়ে যায়।
ঋণের বকেয়া অর্থ ব্যাঙ্ককে পরিশোধ না করায়, আদালতের আদেশের ভিত্তিতে জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী আজ উৎপল দাসের কুমারঘাটস্থিত দ্বিতল বাসভবনটি সিল করে দেওয়া হয়। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, বর্তমানে উৎপল দাসের কাছে মোট বকেয়া ঋণের পরিমাণ এক কোটি ছয় লক্ষ টাকারও বেশি।
আজকের এই অভিযান পরিচালিত হয় কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে। অভিযানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক দপ্তরের ডেপুটি কালেক্টর শুভঙ্কর সেন, কুমারঘাট থানার পুলিশ বাহিনী, আইসিআইসিআই ব্যাঙ্কের কুমারঘাট শাখা এবং আগরতলা শাখার উচ্চপদস্থ কর্মকর্তারা। অভিযানের সময় সম্পূর্ণ বাড়িটি প্রশাসনিকভাবে সিল করে দেওয়া হয় এবং বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ব্যাঙ্কের তত্ত্বাবধানে জব্দ করা হয়।
এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ী উৎপল দাস দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন এবং বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। তবে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে আজ তা বাস্তবে রূপ নেয়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণগ্রহীতারা দীর্ঘদিন ধরে কোনো সদুত্তর না দেওয়ায় এবং ব্যাঙ্কের একাধিক নোটিশের পরেও ঋণ ফেরত না দেওয়ায় বাধ্য হয়েই এই আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আদালতের নির্দেশ এবং সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই এই অভিযান সম্পন্ন হয়েছে।