
Oplus_0
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর
বেপরোয়া গাড়ি চালানোর বলি এক নিরীহ পথচারী। ঘটনাটি ঘটেছে কৈলাসহরের ইয়াজিখাওরা ও ইরানি যাওয়ার মধ্যবর্তী সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ইরানি দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি মালবাহী ম্যাজিক গাড়ি (নম্বর: TR02E1735)। গাড়িটির গন্তব্য ছিল বাবুরবাজার।
ঠিক সেই সময় ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা মাজিদ আলি ও সুজন আলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হঠাৎ পেছন দিক থেকে এসে সরাসরি ধাক্কা মারে মাজিদ আলিকে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির চালক তখনও গাড়ি থামাতে না পেরে প্রায় তার শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে উদ্যত হয়।
স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়িটিকে আটকান এবং চালককে ঘিরে ফেলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইরানি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি এবং চালককে নিজেদের হেফাজতে নিয়ে যায়। বর্তমানে চালক ইরানি থানার হেফাজতেই রয়েছেন।
অন্যদিকে, গুরুতর আহত মাজিদ আলিকে স্থানীয়দের সহায়তায় তৎক্ষণাৎ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষী চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং সড়কে যান চলাচলে আরও নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি তুলেছেন। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি না এলেও, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
স্থানীয়দের দাবি, এই রাস্তায় নিয়মিত যানবাহনের বেপরোয়া গতি এবং নজরদারির অভাবের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।