
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
আজ, ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কৈলাসহর বিজেপি মন্ডলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কৈলাসহরের বিজেপি ঊনকোটি জেলা কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষের নেতৃত্বে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, সদ্য গঠিত মন্ডলের ৩১ জন সদস্য ও অন্যান্য দলীয় কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, “বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের এই কর্মসূচি আমাদের দায়বদ্ধতা ও সচেতনতার প্রকাশ। পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। শুধু একটি দিনে নয়, সারা বছর ধরেই আমাদের প্রকৃতিকে রক্ষার চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ।”