
প্রতিনিধি নিজস্ব,বিশালগড়
বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুহনি এলাকায় বিপুল দাসের দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাসের। দু’জনের মধ্যে মারপিট হয়। বিপুল দাসকে বাঁচাতে যান তার দুই ছেলে এবং স্ত্রী। তাদের দা দিয়ে উপর এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে অজান্ত দাস ওরফে (অচিন্ত্য)ও তার বাবা বিষ্ণু দাস ওনার স্ত্রী দাস। পরবর্তী সময় রক্তাক্ত অবস্থায় বিপুল দাস শ্যামল দাস সহ তাদের দুই ছেলেকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রিয়াল মজুমদার বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রী শিমু দাসকে জিবিপি হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আশঙ্কাজনক দুই ছেলের চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতেনাতে অভিযুক্ত খুনি অজান্ত দাসকে (অচিন্ত্য) গ্রেফতার করে। পরবর্তী সময়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। বর্তমানে বাকি অভিযুক্তরা বিষ্ণু দাস সহ ওনার স্ত্রী পলাতক। শনিবার সকালে ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি, রাজ্য পুলিশের ডিআইজি রেঞ্জ মনচাক ইপ্পার সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি।