
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল। কৈলাসহর
বিদ্যুৎ খাতে চড়া হারে মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সোমবার কৈলাসহরে এক প্রতিবাদ ও সভার আয়োজন করে সিপিআই(এম) কৈলাসহর মহকুমা কমিটি। পুরাতন মোটরস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে।
তিনি বলেন, “বিদ্যুৎ ছাড়া সভ্যতার অগ্রগতি অসম্ভব। অথচ বর্তমান বিজেপি সরকার বিদ্যুৎকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে।” স্মার্ট মিটার প্রসঙ্গে তিনি বলেন, “এটা স্মার্ট চুরির আরেক রূপ। বিদ্যুৎ ব্যবহার না করেও মোটা বিল আসছে। এটি জনগণের উপর এক প্রকার আর্থিক শোষণ।”
তিনি আরও অভিযোগ করেন, ২০১৮ সালের পর থেকে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ হয়েছে, এবং বিভিন্ন চার্জের নামে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বরূপ গোস্বামী, কৃষ্ণেন্দু চৌধুরী, অঞ্জন রায় প্রমুখ নেতৃবৃন্দ। সকলে একবাক্যে বিদ্যুৎ নীতির পরিবর্তন এবং স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবি জানান।
সভা থেকে জনগণের উদ্দেশে আহ্বান জানানো হয়— “বিদ্যুৎ আমাদের অধিকার, কর্পোরেটের সম্পত্তি নয়। সোচ্চার হোন, রাস্তায় নামুন।”