
Oplus_131072
কৈলাসহর,প্রতিনিধি অনুপম পালঃ আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘোষণা ঘিরে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের কোনো নেতৃত্ব জেলা সভাপতির দায়িত্বে আসবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, কুমারঘাটের এক প্রভাবশালী নেতৃত্বের প্রিয় পাত্রকেই দেওয়া হতে পারো এই দায়িত্ব । তবে দলীয় মহলে এ নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর ফলে কৈলাসহরের নেতৃত্বরা এই বিষয়ে কিছুটা উদ্বেগে রয়েছেন।
কুমারঘাট ও কৈলাসহরের মধ্যে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি শেষ পর্যন্ত কীভাবে গড়ায়, তা নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চুলছেড়া বিশ্লেষণ চলছে। এখন সবার চোখ দলীয় ঘোষণার দিকে।