ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ৮ ডিসেম্বর, ত্রিপুরার কৈলাশহর মহকুমার ইরানি থানার আওতাধীন মাগুরুলী সীমান্ত এলাকায় বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন।
বিএসএফ সূত্রে জানা যায়, ওই বাংলাদেশীরা সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তী সময়ে, ৯ ডিসেম্বর রাতে বিএসএফ এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ বর্তমানে এ ঘটনার তদন্ত চালাচ্ছে। তারা খতিয়ে দেখছে, সীমান্ত পারাপারের এই ঘটনায় কোনো ভারতীয় বা বাংলাদেশের দালাল চক্র জড়িত ছিল কি না। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে বিএসএফের তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এই ঘটনা আবারও সীমান্ত নিরাপত্তার গুরুত্ব ও সতর্কতার প্রমাণ দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উভয় দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখার প্রতি জোর দিচ্ছে।
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা