
দ্য ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাশহর অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার কৈলাশহরে এক প্রতিবাদ যাত্রা ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ শোভাযাত্রাটি কৈলাশহরের পাইতুরবাজার থেকে শুরু হয় এবং সেন্ট্রাল রোড, গার্লস স্কুল রোড, ও থানা রোড হয়ে মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির অংশ হিসেবে মহকুমা শাসক প্রদীপ সরকারের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মহকুমা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কছে স্মারকলিপি প্রদান করা হয়।
মহকুমা শাসক প্রদীপ সরকার প্রতিবাদকারীদের দাবির প্রতি সমর্থন জানান এবং তাদের বক্তব্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিনের কর্মসূচিতে বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাশহর অঞ্চল কমিটির সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্যী, সহ-সভাপতি অনুপম ভট্টাচার্যী, সম্পাদক বাসক ভট্টাচার্যী, সহ-সম্পাদক বিশ্বজিৎ গোস্বামী, তপন কুমার ভট্টাচার্যী, কোষাধ্যক্ষ কমলকান্ত ভট্টাচার্যী ও কার্যকরী সদস্য রানা শর্মা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৈদিক ব্রাহ্মণ সমাজের সম্পাদক বাসক ভট্টাচার্যী সংবাদ মাধ্যমকে জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে দমন-পীড়ন চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা আশা করি, ভারত সরকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, এদিনের শোভাযাত্রায় বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যসহ সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।