
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
তেইশে মার্চ, রোববার, গোধূলির আলো যখন সোনালি পরশ বুলিয়ে দিচ্ছিল চারপাশে, ঠিক তখনই আনন্দের সুরে ভেসে উঠল কৈলাসহর। ঘুঙুরু নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও বসন্ত উৎসবে প্রাণবন্ত হয়ে উঠল গোটা শহর। রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে বসন্তের রঙ ছড়িয়ে পড়ল নাচে, গানে, কবিতায়—সেখানে এক অনির্বচনীয় সৌন্দর্যের সৃষ্টি হলো।
শহরের প্রায় সমস্ত সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠল এক মিলনমেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় কান্তি সেন এবং রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী। বসন্তের প্রাণময়তাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যেতে তাঁদের হাতে চারা গাছ তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে চপলা দেবরায় ঘুঙুরু নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের কার্যকলাপ এবং নৃত্য প্রশিক্ষক রাহুল দেবের নিষ্ঠার প্রশংসা করেন।
শুধু সাংস্কৃতিক গোষ্ঠীই নয়, বিদগ্ধ শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উৎসবকে ভরিয়ে তুলেছিল রঙে, সুরে, ছন্দে। বসন্ত উৎসব যেন কৈলাসহরের প্রত্ন শহরকে নতুন করে জাগিয়ে তুলল। প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের সম্মিলনে এই দিনটি হয়ে থাকল এক অপূর্ব স্মৃতি। বিদায় বেলায় বসন্ত যেন তার রঙে রাঙিয়ে দিয়ে গেল গোটা শহরকে, রেখে গেল আনন্দের এক মিষ্টি দোলা, যা থেকে যাবে শহরবাসীর মনে বহুদিন।