
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ত্রিপুরা রাজ্যে আবারও নাড়িয়ে দিল আইন-শৃঙ্খলার প্রশ্ন। নিজের বাড়ির পথে ফিরছিলেন দেশের নিরাপত্তার একজন সেবক, টিএসআর ১৫ নম্বর ব্যাটেলিয়নের কর্মরত জওয়ান সঞ্জু মালাকার। কিন্তু নিজের মাটিতে, নিজের পাড়ায়, তিনি যে এইভাবে প্রাণঘাতী হামলার শিকার হবেন, তা কে ভেবেছিল?
ঘটনাটি ঘটেছে গত শনিবার, ফটিকরায়ের গোকুলনগর এলাকায়। সরকারি দায়িত্ব পালন শেষে সঞ্জু মালাকার কুমারঘাট সায়দাবাড়ি থেকে ফিরছিলেন। তখনই গোকুলনগর বাজারে, শুধুমাত্র সাইকেল রাখাকে কেন্দ্র করে এলাকায় বাসিন্দা চার দুর্বৃত্ত—সজল মালাকার, সুব্রত মালাকার, বিকাশ দাস ও সুশান্ত মালাকার মিলে তাঁর উপর অকথ্য বর্বরতার পরিচয় দেয়। প্রকাশ্য রাস্তায় টিএসআর জওয়ানের মাথা ফাটিয়ে, বুকের হাড় ভেঙে দেওয়া হয়েছে—এ এক চূড়ান্ত লজ্জাজনক এবং নিন্দনীয় ঘটনা।
এটা শুধু একজন জওয়ানের উপর হামলা নয়, এটা গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থার উপর প্রশ্ন। যেখানে নিরাপত্তারক্ষীরা নিজেই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কি অবস্থা—তা সহজেই অনুমেয়।
ঘটনার চার দিন পর আহত সঞ্জু মালাকার ও তাঁর পরিবারের সদস্যরা আশামীদের নাম প্রকাশ করে ফটিকরায় থানায় মামলা রুজু করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, চার দিন পর কেন মামলা? পুলিশের ভূমিকাই বা এতদিন কোথায় ছিল?
স্থানীয় মানুষ এখন তাকিয়ে রয়েছেন ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক এর দিকে। তিনি কীভাবে ঘটনাটির তদন্ত করেন এবং দোষীদের আইনের আওতায় আনেন, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।এই ঘটনায় গোটা গোকুলনগর এলাকার মানুষ উত্তেজিত ও ক্ষুব্ধ। তাঁরা চাইছেন, অপরাধীদের কড়া শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাপুরুষোচিত কাজ করার সাহস না পায়।