
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ফটিকরায় বিধানসভার বিধায়ক ও রাজ্যের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষা বর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মানে এক গৌরবোজ্জ্বল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। প্রায় ৫০০ জনেরও বেশি কৃতি ছাত্রছাত্রীদের হাতে বেগ ও স্মারক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ফটিকরায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত শর্মা, কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা, বিশিষ্ট সমাজসেবক তরুণ কুমার দাস সহ একাধিক শিক্ষা ও প্রশাসনিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “আমাদের রাজ্যের অগ্রগতির মূল চালিকা শক্তি হল এই শিক্ষিত তরুণ প্রজন্ম। তারা যেন শুধু ভালো ফল করেই থেমে না যায়, ভবিষ্যতে যাতে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ভূমিকা নিতে পারে, সেদিকেও দৃষ্টি দেওয়া জরুরি।সরকারের পক্ষ থেকে পড়াশোনায় উৎসাহ জোগাতে ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকতে আমরা সদা প্রস্তুত। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ চলবে।”