
Oplus_131072
আগরতলা নিজস্ব প্রতিনিধি,রাজধানীর ধলেশ্বর জেইল আশ্রম রোডের প্রান্তিক ক্লাব আয়োজিত বার্ষিক প্রান্তিক উৎসব ২০২৪ শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। এবছরের উৎসবের থিম নির্ধারণ করা হয়েছে “আমার ত্রিপুরা, ড্রাগমুক্ত ত্রিপুরা, আমার ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা”। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচদিনব্যাপী এই উৎসবে ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
উৎসবের প্রথম দিন, ২৫ ডিসেম্বর সকালে ড্রাগ সচেতনতা বৃদ্ধির জন্য প্রভাতফেরীর আয়োজন করা হয়েছে। এতে ক্লাবের সদস্য, এলাকার মানুষ ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। দুপুর ১২টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক রতন চক্রবর্তী, সাংসদ রাজীব ভট্টাচার্য, ক্লাব কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ক্রীড়া ও সংস্কৃতির বৈচিত্র্যময় আয়োজন
প্রান্তিক উৎসবের প্রতিদিনই থাকছে নানাবিধ প্রতিযোগিতা ও কর্মসূচি।
প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম পাঁচজনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও, শিশুদের মধ্য থেকে একজনকে “সেরা প্রতিভা” হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। একজন প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে।
প্রান্তিক ক্লাবের পেট্রন এবং উৎসব কমিটির চেয়ারম্যান ডা. প্রদীপ ভৌমিক জানান, এই উৎসবের মূল লক্ষ্য সমাজে ড্রাগমুক্ত পরিবেশ তৈরি করা এবং যুবসমাজকে সচেতন করা। তিনি বলেন, “সংস্কৃতি সভ্যতার অলঙ্কার। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রান্তিক ক্লাব এই থিম বেছে নিয়েছে। সুস্থ জীবনধারা গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতির গুরুত্ব অপরিসীম।”
২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপী প্রান্তিক উৎসব ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক সচেতনতার এক মিলনমেলা হতে চলেছে। ক্লাব কর্তৃপক্ষ উৎসবের সুষ্ঠু এবং সফল আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।