
✍️প্রতিনিধি বিকাশ কাপালি,ফটিকরায়
ফটিকরায় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন গুণী শিক্ষক সুবল চন্দ্র বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
সুবল চন্দ্র বিশ্বাস ১৯৭২ সালে বিলাসপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়ে বিধানসভায় প্রবেশ করেন। তাঁর সময়কালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষত, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রয়াত বিধায়কের বাসভবনে ছুটে আসেন কংগ্রেস নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ এবং স্থানীয় বাসিন্দারা। কংগ্রেসের পক্ষ থেকে সত্যবান দাস, তরুণ সাহা, সমীরন দাস, সুভাষ দত্তসহ একাধিক নেতা উপস্থিত হয়ে প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন ও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এছাড়া, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল, সমাজসেবী হিমাংশু দাস, স্থানীয় সাংবাদিক, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানসহ বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু মানুষ তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন।
সুবল চন্দ্র বিশ্বাস তাঁর কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি চার কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণমুগ্ধ অনুরাগী রেখে গেছেন।