
Oplus_131072
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, সিপিআইএম দলের প্রবীণ নেতা ক্ষেত্র মোহন মজুমদারের প্রয়াণে আজ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে কাঞ্চনমালায় প্রয়াত নেতার বাড়িতে উপস্থিত হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগার পর গত শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।
গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালার ১ নং ওয়ার্ডের বাসিন্দা ক্ষেত্র মোহন মজুমদার একজন লড়াকু এবং জনদরদি নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিপিআইএম শিবিরে।
আজ দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জেলা এবং মহকুমা কমিটির নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রয়াত নেতার বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত নেতার স্ত্রী, পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। গভীর শোক প্রকাশ করে মানিক সরকার প্রয়াত নেতার আদর্শ এবং জনসেবার প্রতি তাঁর অঙ্গীকারকে স্মরণ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, “ক্ষেত্র মোহন মজুমদার একজন জনদরদি ব্যক্তি ছিলেন। মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে মিশে কাজ করতে তিনি বরাবরই ভালোবাসতেন। তাঁর মতো নেতার প্রয়াণ সিপিআইএমের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি প্রয়াত নেতার পুত্রদের উদ্দেশ্যে বলেন, তাঁদের বাবার সুনাম এবং আদর্শকে সারা জীবন ধরে রাখতে হবে।
ক্ষেত্র মোহন মজুমদার তাঁর স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যাকে রেখে গেছেন। তাঁর মতো জনদরদি এবং সংগ্রামী নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা এবং দলের কর্মীরা।